promotional_ad

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জাহানারাদের বোলিং তান্ডব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শনিবার (৩১ আগস্ট) পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত হয়ে যায়। ম্যাচটি রিজার্ভ ডেতে গড়িয়েছে।


রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে বল হাতে তান্ডব দেখিয়েছেন জাহানারা-নাহিদারা। দলটিকে তাঁরা গুটিয়ে দিয়েছেন মাত্র ৪৬ রানে। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ব্যাটারদের রান আটকে রাখছিলেন বাংলাদেশের বোলাররা।



promotional_ad

দলীয় ৭ রানে ওপেনার এরিকা রেন্ডলারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন জাহানারা। এরপর আরেক ওপেনার নাদিয়া গ্রুনিকেও ফিরিয়েছেন বাংলাদেশের এই নারী পেসার।


যুক্তরাষ্ট্রের মিডল অর্ডারে ধ্বস নামিয়েছেন আরেক পেসার খাদিজাতুল কুবরা। তিনি দখল করেছেন অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা এবং শেবানি ভাস্করের উইকেট। মিডল অর্ডার ব্যাটাররা ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।


১৯.২ ওভারে তাঁরা গুটিয়ে যায় ৪৬ রানে। বাংলাদেশ নারী দলের সবচেয়ে সফল বোলার নাহিদা আক্তার। তিনি একাই নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জাহানারা এবং খাদিজা। ১টি উইকেট পেয়েছেন ঋতু মনি।



সংক্ষিপ্ত স্কোরঃ


যুক্তরাষ্ট্রঃ ৪৬/১০ (১৯.২ ওভার) (সুগেথা চন্দ্রশেখর ১৫, শেবানি ভাস্কর ৮, এরিক রেন্ডলার ৫; নাহিদা ৩/১২, জাহানারা ২/৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball