সাকিবের নেতৃত্বে চট্টগ্রামে বাংলাদেশ দল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের উদ্দেশে বিকাল সোয়া ৫টায় ঢাকা ছাড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
দুইদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে আফগানিস্তান সিরিজের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশের স্কোয়াডের ১৫ জন ক্রিকেটারই লাল এবং সবুজ দুই দলে ভাগ হয়ে এই প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন।

আফগানিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। দলে সুযোগ পেয়ে দারুণ আনন্দিত ডানহাতি এই পেসার। ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন জানিয়েছেন, সুযোগ পেলে নিজের সেরাটা ঢেলে দেবেন তিনি।
‘সুযোগ পেয়েছি চেষ্টা করবো সেরাটা দেয়ার ইনশা আল্লাহ। আমি খুবই এক্সাইটেড যে অনেকদিন পর সুযোগ পেয়েছি। সবাই দোয়া করবেন যেন সুযোগ পেলে সুস্থ থেকে ভালো খেলতে পারি।’
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজেদের শতভাগ দেয়ার লক্ষ্যের কথা জানিয়ে ঢাকা ছেড়েছেন। সেরাটা দিতে পারলে আফগানদের বিপক্ষে ভালো সুযোগ থাকবে বলে মনে করেন তিনি।
‘আমরা চেষ্টা করব শতভাগ দেয়ার জন্য। আর আমাদের সুবিধা থাকবে, আমাদের দেশের মাটিতে খেলা, আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’