কষ্টের ফল চান মিরাজ
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে রবিবার বিকেলে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
তরুণ ডানহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, এই সিরিজের প্রস্তুতিতে অনেক ঘাম ঝরিয়েছেন তাঁরা। এবার সেই কষ্টের ফল চান আফগানদের বিপক্ষে। মিরাজ মনে করেন, দলের সবাই এই ম্যাচের জন্য পর্যাপ্ত অনুশীলন করেছে।

এ প্রসঙ্গে মিরাজের ভাষ্য, ‘আমরা সবাই ভালো অনুশীলন করেছি। সবাই ১০-১২ দিন অনেক কঠোর পরিশ্রম করেছে। সবাই যেভাবে কঠোর পরিশ্রম করেছে আশা করছি তার ফলটা পাওয়া যাবে।’
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে নিজেদের ভালো সুযোগ দেখছেন মিরাজ। ঘরের মাঠে নিজেদেরই এগিয়ে রাখছেন ডানহাতি এই অলরাউন্ডার। রশিদ খানদের বিপক্ষে নিজেদের শতভাগ দেয়ার লক্ষ্য জানিয়ে দলের সঙ্গে চট্টগ্রামের বিমান ধরেছেন মিরাজ।
‘আমরা চেষ্টা করব শতভাগ দেয়ার জন্য। আর আমাদের সুবিধা থাকবে, আমাদের দেশের মাটিতে খেলা, আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’
আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসল লড়াইয়ের আগে দুই দলে ভাগ হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। চট্টগ্রামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে আফগানরা।