promotional_ad

রিজার্ভ ডেতে সালমাদের ম্যাচ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শনিবার (৩১ আগস্ট) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেছে। বৃষ্টি বাধায় টস করারই সুযোগ হয়নি। তবে ম্যাচটি বাতিল হচ্ছে না, রিজার্ভ ডেতে গড়িয়েছে।


সোমবার (২ সেপ্টেম্বর) একই ভেন্যু ডান্ডির ফোর্টহিলেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচের দিন কিছু না জানালেও রবিবার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 



promotional_ad

ডান্ডিতেই বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হওয়ার কথা ছিল সালমা খাতুন-জাহানারা আলমদের। কিন্তু সকাল থেকেই ঝড়ো বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।  


পুরো মাঠই ঢাকা ছিল। দুই দফা মাঠের কভার সরানো হলেও মাঠ ম্যাচের জন্য উপযুক্ত করা যায়নি। সাড়ে তিন ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচটি স্থগিতের ঘোষণা দেন। 


রবিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে সালমার দল। বাছাইপর্বে সালমারা খেলছেন ‘এ’ গ্রুপে। বাংলাদেশের মেয়েদের বাকি দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।



দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে ৫ সেপ্টেম্বর। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। ফাইনালে যাওয়া দুই দল খেলবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball