promotional_ad

অ্যাশেজে ওয়েডের বদলি মার্শ!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাশেজের চতুর্থ টেস্টের আগে দলের ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনার চিন্তা-ভাবনা করছে অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রড, জফরা আর্চারদের বিপক্ষে অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটসম্যানদের ব্যর্থতা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে নির্বাচকদের।


যে কারণে দলে ডানহাতি ব্যাটসম্যান যোগ করার পরিকল্পনা করছে অজিরা। এতে জায়গা হারানোর শঙ্কায় পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। তাঁর পরিবর্তে অলরাউন্ডার মিচেল মার্শকে দলে ডাকার চিন্তা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এজবাস্টন টেস্টে সেঞ্চুরি পাওয়া ওয়েড বাকি দুই টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন। যে কারণে ওয়েডকে একাদশের বাইরে রাখার পরিকল্পনায় আছে অজি নির্বাচকরা।



promotional_ad

অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হর্ন্স এ প্রসঙ্গে বলেছেন, ‘সে ওই ইনিংসটা দারুণ খেলেছে এবং সেঞ্চুরি করেছে। দুর্ভাগ্যবশত এরপর তার পক্ষে কিছুই যায়নি। এই কারণে আমরা তার জায়গার জন্য কাউকে চাচ্ছি। দুই দলেরই প্রথম সারির ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হবে। কারণ ওল্ড ট্রাফোর্ডে কন্ডিশন নতুন বলের বোলারদের জন্য।’


‘যে কোনো ব্যাটসম্যানের জন্য এখানে ব্যাটিং করা কঠিন, বিশেষ করে যারা তিন নম্বর পর্যন্ত ব্যাটিং করে। আমরা এই বিষয়ে চিন্তা করছি। ইংল্যান্ডের বোলারদের নিয়েও আমরা ভাবছি। তারা আমাদের ছেলেদের বিপক্ষে দারুণ বোলিং করেছে, বিশেষ করে আমাদের বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে। তাই আমরা এই বিষয়েও চিন্তা করছি।’ যোগ করেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান।


ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ ফর্মে রয়েছেন মার্শ। ২৯ আগস্ট প্রথম শ্রেণির ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে তিন নম্বরে ব্যাটিং করে ৭৪ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ ছাড়া বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।


মার্শকে একাদশে নিলে ডানহাতি ব্যাটসম্যানের পাশাপাশি একজন বোলারও পাবে অস্ট্রেলিয়া। ওল্ড ট্রাফোর্ডে সাধারণত বোলারদের রাজত্ব দেখা যায়। সেখানে বল হাতে দলের জন্য বড় ভূমিকা রাখতে পারবেন মার্শ।



আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্ট। এখন পর্যন্ত ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball