promotional_ad

লারা-নিশামদের অধিনায়ক ব্রাভো-পোলার্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর শুরুর আগে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচের জন্য তাঁরা আমন্ত্রণ জানিয়েছে দুই বিদেশি ক্রিকেটার জিমি নিশাম এবং সেকুগে প্রসন্নকে।


এই প্রদর্শনী ম্যাচে দুটি দলে ভাগ হয়ে খেলবেন আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মাতানো ক্রিকেটাররা। ম্যাচটির সবচেয়ে বড় চমক ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি এই ম্যাচটিতে ডুয়াইন ব্রাভোর নেতৃত্বে খেলবেন।



promotional_ad

আরেকটি দলের অধিনায়ক করা হয়েছে কাইরন পোলার্ডকে। প্রদর্শনী এই ম্যাচের নামকরণ করা হয়েছে ‘সিলেক্টর ফ্যান কাপ’। আগামী এক সেপ্টেম্বর পোর্ট অব স্পেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।


ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান তারকাদের মধ্যে সুনীল নারিন এবং লেন্ডেল সিমন্সরা খেলবেন এই ম্যাচে। তরুণ খেলোয়াড়দের মধ্যে আলী খান, টায়ন ওয়েবস্টার, আমির জাঙ্গোদের ডাকা হয়েছে এই ম্যাচের জন্য।


আগামী ৪ সেপ্টেম্বর পর্দা উঠছে সিপিএলের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে সেন্ট কিটস এন্ড পিটার নেভিলস। জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর শুরুর আগে জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে সিপিএল।



ব্রাভো একাদশঃ ব্রায়ান লারা, লেন্ডেল সিমন্স, আমির জাঙ্গো (উইকেটরক্ষক), টায়ন ওয়েবস্টার, ডুয়াইন ব্রাভো (অধিনায়ক), জাভন শার্লস, ইয়ানিক কারিয়াহ, সুনীল নারিন, আলী খান, আকিল হোসেন, শিনো বেরিজ, জয়ডিন শিলস, ইসা রাজাহ, জেপি ব্যারি ও ডেক্সটার সুইন।


পোলার্ড একাদশঃ দীনেশ রামদিন (উইকেটরক্ষক), মার্ক দেয়াল, কাইরন পোলার্ড, জিমি নিশাম, সেকুগে প্রসন্ন, জশুয়া ডি সিলভা, খারি পিয়েরি, টেরেন্স হিন্ডস, অ্যান্ডারসন ফিলিপ, জন রুশ, জালারনি শিলস, লিওনার্দো জুলিয়েন, নিকোলাস অ্যালেক্সি, কর্ন ওটলে, ইয়ানিক ওটলে ও ড্যারন ক্রুইকশ্যান্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball