মাঠে ফিরছেন মালিঙ্গা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। এবার দুই দল মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি সিরিজে। রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক শ্রীলঙ্কার মোকাবেলা করবে কিউইরা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের পর এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব থাকবেন তিনিই।

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আইসিসি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই এই স্পিনারের। ফলে এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে শ্রীলঙ্কার স্পিন বোলিং আক্রমণের এই নেতাকে।
অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা এবং ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরাকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাদের বিকল্প হিসেবে দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ।
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং পেসার ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছে। এই ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ): দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক) ও লক্ষণ সান্দাকান।
নিউজিল্যান্ড (সম্ভাব্য একাদশ): মার্টিন গাপটিল, কলিন মুনরো, টিম ব্রুস, রস টেলর, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, স্কট কুগেলেইন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও লকি ফার্গুসন।