সাকিবের সিদ্ধান্তই ল্যাঙ্গেভেল্টের কাছে সব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে কয়জন পেসার খেলবেন, সেটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।
পেসার কিংবা স্পিনার খেলানোর ব্যাপারটি অধিনায়ক সাকিব আল হাসানের ওপরেই ছেড়ে দিয়েছেন এই প্রোটিয়া। সাকিব যে সিদ্ধান্তই নেবেন, তাতেই খুশি থাকবেন বলে জানিয়েছেন ল্যাঙ্গেভেল্ট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ যথেষ্ট স্পিন সহায়ক। তাই রশিদ খানদের বিপক্ষে একাধিক স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদিও এই সিদ্ধান্ত সম্পূর্ণ সাকিবের বলে মনে করছেন ল্যাঙ্গেভেল্ট।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অধিনায়কের পরিকল্পনা। সে যা চাইবে সেটাই হবে, আমি এতেই খুশি। যদি অধিনায়ক এক পেসার এবং একাধিক স্পিনার খেলানো শ্রেয় মনে করে তাহলে এটি তার সিদ্ধান্ত।’
টেস্টে পেসারদের প্রস্তুত করানোর জন্যই কাজ করছেন ল্যাঙ্গেভেল্ট। তাঁর ভাষ্যমতে, ‘আমি এখানে এসেছি শুধুমাত্র পেসারদের প্রস্তুত করতে। আমাকে নিশ্চিত করতে হবে যেন তারা টেস্ট ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকে।’
আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে তিন পেসার এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহিকে। ইনজুরির কারণে বিশ্রাম দেয়া হয়েছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে।