ফিরলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে কাঁধের চোটে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নিয়মিত ব্যাটিং করলেও বল হাতে দেখা যায়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে নিজের বোলিংটা বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন ডানহাতি এই স্পিনার।
বাংলাদেশ লাল দলের হয়ে ৭.৩ ওভার বোলিং করে ৩ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ৪ ওভার মেডেন নিয়েছেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অলরাউন্ডার হিসেবে ফেরার আভাস দিয়েছেন মাহমুদউল্লাহ।

দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন তিনি। ৬৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল মাহমুদউল্লাহর লাল দলের। সেখান থেকে দলকে রক্ষা করেছেন ২৮৩ মিনিট উইকেটে থেকে।
এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ১৮৯ বলে ১০৭ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি চারে। দুর্দান্ত এই পারফরম্যান্সে অলরাউন্ডার রূপে ফেরার যে আভাস দিয়েছেন মাহমুদউল্লাহ, সেটা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাস্তবে রূপ দেয়া লক্ষ্য তাঁর।
বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কা সফরেও নিজের ছায়া হয়ে ছিলেন মাহমুদউল্লাহ। খেলার বাইরে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তাঁর নাম জড়িয়ে নেতিবাচক গুঞ্জনও তৈরি হয়েছে।
দুঃসময় এবং গুঞ্জন উড়িয়ে দিতে আফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্সই করতে চান মাহমুদউল্লাহকে। প্রস্তুতি ম্যাচে সেটারই ইঙ্গিত দিলেন বাংলাদেশে?? টেস্ট সহ-অধিনায়ক।