তাসকিনের অনেক প্রশ্ন শুনতে হচ্ছে ল্যাঙ্গেভেল্টকে
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরি কাটিয়ে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ। স্কোয়াডে ডাক পাওয়ার আগে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন ডানহাতি এই পেসার। নিজের বোলিং নিয়ে নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে কাজ করেছেন তাসকিন।
প্রোটিয়া কোচ ল্যাঙ্গেভেল্ট জানিয়েছেন, ক্যাম্পে তাসকিনের অনেক প্রশ্ন সামলাতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে অন্য পেসারদের প্রশ্নের উত্তরও দিতে হচ্ছে বাংলাদেশের এই পেস বোলিং কোচকে।

এ প্রসঙ্গে ল্যাঙ্গেভেল্ট বলেছেন, ‘তাসকিন সব সময় আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে। দলের অন্য বোলাররাও আমাকে অনেক প্রশ্ন করছে।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামার আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে দ্বিতীয় দফায় নেয়া নতুন বলে ছন্দ পেতে কিছুটা লড়াই করতে হয়েছে তাসকিনকে।
ল্যাঙ্গেভেল্ট মনে করেন, ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার কারণে কিছুটা কঠিন হয়েছে তাসকিনের জন্য। তবে এই ডানহাতি পেসারের বোলিং পারফর্মেন্স নিয়ে ইতিবাচক ল্যাঙ্গেভেল্ট।
‘ম্যাচের আগে আমি তাকে নিয়ে অনেক আগ্রহী ছিলাম। সে লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছে। দ্বিতীয় নতুন বলে কিছুটা স্ট্রাগল করেছে সে। এর কারণ সে লম্বা সময় পর ক্রিকেট খেলছে।’
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ১২.১ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে তাসকিন পেয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিং পারফর্মেন্সে দিয়ে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে একাদশে জায়গা পাওয়ার বিষয়টি জোরালো করেছেন তিনি।