মুস্তাফিজের শূন্যতা অনুভব করবেন ল্যাঙ্গেভেল্ট
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কন্ডিশনিং ক্যাম্পে চোট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার।
মূলত এই চোটের জন্যই তাঁকে বিশ্রাম দেয়া হয়েছে। বাংলাদেশের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট জানিয়েছেন, দলের সেরা এই পেস বোলিং অস্ত্রকে মিস করবেন তিনি। মুস্তাফিজ না থাকলেও এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে বলে মনে করেন বাংলাদেশের এই প্রোটিয়া পেস বোলিং কোচ।

'কে মুস্তাফিজের শূন্যতা অনুভব করবে না? সে একজন ভালো বোলার। আপনি যদি তার শূন্যতা অনুভব না করেন, আপনার কোনো সমস্যা আছে। আমরা তাকে মিস করবো। তবে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের তার ব্যাকআপ নিশ্চিত করতে হবে। সে যদি ইনজুরিতে পড়ে তার ব্যাকআপ লাগবে।'
ল্যাঙ্গেভেল্ট জানিয়েছেন, সতর্কতার জন্যই বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজকে। সদ্য নিয়োগপ্রাপ্ত এই কোচের চোখে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ব্যস্ত সূচিকে সামনে রেখে মুস্তাফিজের এই বিশ্রামের পক্ষেই কথা বলেছেন ল্যাঙ্গেভেল্ট।
'এই মুহূর্তে তার সামান্য চোট আছে। সতর্কতার জন্য তাকে বিশ্রাম দেয়া হয়েছে। কারণ সামনে আমাদের অনেক সাদা বলের ম্যাচ রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। তাই তার দিকে আমাদের নজর থাকা প্রয়োজন। কারণ টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে সে আমাদের সেরা বোলার। সে আজ শুধু এক ওভার বল করেছে।'
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামী ৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। এরপর সাদা বলের ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে টাইগাররা। ১৩ সেপ্টেম্বর আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল।