ভারতের সুপার স্টার হার্দিকঃ পোলার্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ দিন থেকে খেলে আসছেন হার্দিক পান্ডিয়া এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড। আইপিএলে একসঙ্গে খেলার কারণে হার্দিকের সঙ্গে ভালোই সখ্যতা গড়ে উঠেছে পোলার্ডের।
হার্দিককে বেশ কাছ থেকে দেখার সুযোগও পেয়েছেন তিনি। ভারতের ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে দেশটির সুপার স্টার হিসেবে আখ্যা দিয়েছেন পোলার্ড। এক সাক্ষাৎকারে হার্দিকের ভূয়সী প্রশংসা করে পোলার্ড বলেন, 'আমি তাঁকে মুম্বাইয়ে খেলার সময় থেকে দেখে আসছি এবং আমি মোটেই অবাক নই। সে ভারতের একজন সুপারস্টার হিসেবে পরিণত হয়েছে। সে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যেভাবে হার্দিক মাঠে নামে তা আসলেই অসাধারণ।'

এখন পর্যন্ত ১১টি টেস্ট এবং ৫৪টি ওয়ানডে খেলেছেন হার্দিক পান্ডিয়া। যেখানে টেস্টে ব্যাট হাতে ৫৩২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৭টি। এছাড়াও ওয়ানডেতে ৯৫৭ রান এবং ৫৪ উইকেটের মালিক তিনি। দলের আদর্শ পিঞ্চ হিটার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হার্দিক।
পোলার্ড বলেন, 'সে এই কম সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করেছে, তবে সে এখান থেকে আরো ভালো হতে পারে। সে যথেষ্ট পরিশ্রম করে। এই সময়ের মধ্যে সে যা করছে তাতে আমি একেবারেই বিস্মিত নই। কখনো কখনো মানুষ নেতিবাচক কথা বলবে। তবে আপনি যখন মাঠে আত্মবিশ্বাসী থাকবেন এবং পারফর্ম করতে পারবেন, তখন আপনার তেজ দেখাতে পারবেন।'
গত ইংল্যান্ড বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছেন হার্দিক। ৯ ম্যাচে ১০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২২৬ রান সংগ্রহ করেন তিনি। ভারতকে সেমিফাইনালে ওঠাতে বড় ভূমিকা পালন করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পেয়েছেন এই অলরাউন্ডার।