বিশ্বকাপ বাছাই পর্বের মিশনে সালমাবাহিনী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের মিশন। বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহানারা-সালমাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। স্কটল্যান্ডের ফোর্টহিলে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বাছাই পর্বের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে নেদারল্যান্ডসের মাটিতে প্রস্তুতি ক্যাম্প করেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে নেদারল্যান্ডস এবং থাইল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা। সেই সিরিজের চারটি ম্যাচেই জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে সালমা বাহিনী।

শেষ প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাচ নারীদের ১০ উইকেটে হারায় তারা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের নারীদের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় সালমারা।
এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৬৫ রানের জয় পায় তারা। পরবর্তীতে তৃতীয় প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারায় সালমা খাতুনদের দল। সবমিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি বেশ ভালোভাবেই করেছে বাংলাদেশ।
এবার নতুন লড়াইয়ে নামতে যাচ্ছে সালমা বাহিনী। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ৮ দলের বাছাই পর্বে অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ নারী ক্রিকেট দলঃ
সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, ফারজানা হক পিঙ্কি, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, সোবানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কুবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা রহমান, শামিমা সুলতানা।