জ্যামাইকা টেস্টে সুবিধাজনক অবস্থানে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জোড়া হাফ সেঞ্চুরিতে জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী ভারত।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন ৫ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে তারা। দিন শেষে হানুমা বিহারি ৪২ এবং তাঁর সঙ্গী উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত ২৭ রানে অপরাজিত আছেন।
এদিন জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডার। এরপর খেলতে নেমে ৪৬ রানের মাথায় লোকেশ রাহুল এবং চেতেশ্বর পূজারার উইকেট দুটি হারিয়ে বিপদে পড়ে ভারত।

এরপর কোহলি এবং আগারওয়াল ৬৯ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন ২৮ বছর বয়সী আগারওয়াল।
যদিও এরপর বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৫ রান করে হোল্ডারের বলে রাহকিম কর্নওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাকে। আগারওয়ালের বিদায়ের পর চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানের সঙ্গে ৪৯ রানের আরেকটি দারুণ জুটি গড়েন অধিনায়ক কোহলি।
দলীয় ১৬৪ রানের মাথায় রাহানেকে উইকেটরক্ষক জাহমার হ্যামিল্টনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান পেসার কেমার রোচ। তবে সঙ্গী হারালেও ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডারের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে ৭৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি।
দলীয় ২০২ রানের সময় কোহলির উইকেটটি হারানোর পর বিহারি ও পান্তের ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি দিন নির্বিঘ্নে শেষ করে ভারত। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে প্রথম দিনের সেরা বোলার জেসন হোল্ডার। আর একটি করে উইকেট পেয়েছেন কেমার রোচ এবং রাহকিম কর্নওয়াল।
২ ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যা ১-০ তে এগিয়ে আছে বিরাট কোহলির ভারত। এর আগে অ্যান্টিগা টেস্টে ক্যারিবিয়ানদের ৩১৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সফরকারীরা। ফলে জ্যামাইকা টেস্টটি সিরিজে ফেরার মিশন হিসেবে বিবেচিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে কাছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২৬৪/৫ (৯০ ওভার) (কোহলি-৭৬, আগারওয়াল-৫৫; হোল্ডার-৩/৩৯, রোচ-১/৪৭)