promotional_ad

অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অ্যান্ডারসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাশেজ সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। কাফ মাসলে চোটের কারণে আর খেলা হচ্ছে না তাঁর। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অ্যান্ডারসনের পরিবর্তে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী পেসার ক্রেইগ ওভারটন।


এজবাস্টন টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভার বল করার পর কাফ মাসলে ব্যথা অনুভব করেন অ্যান্ডারসন। এরপর আর বোলিং করেননি তিনি। সেই টেস্টের পর লর্ডস এবং হেডিংলি টেস্টেও পুরোপুরি সুস্থ না হওয়ায় মাঠে নামা হয়নি তাঁর। 



promotional_ad

ধারণা করা যাচ্ছিলো ম্যানচেস্টার টেস্ট দিয়ে আবারো ফিরবেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি পেসার অ্যান্ডারসন। ডারহামের বিপক্ষে চলতি সপ্তাহে প্রস্তুতি ম্যাচে বোলিং করার পর তাঁকে আনফিট ঘোষণা করেন চিকিৎসক এবং ফিজিওরা। ফলে এবারের অ্যাশেজে আর দেখা যাচ্ছে না তাঁকে।  


ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন। ১৪৯টি টেস্ট খেলা এই ডানহাতি ৫৭৫ উইকেট শিকার করেছেন। যেখানে ২৭ বার ৫ উইকেট নিয়েছেন তিনি এবং ৩ বার ১০ উইকেট করে পেয়েছেন।   


অ্যান্ডারসনের বদলী হিসেবে স্কোয়াডে সুযোগ পাওয়া ওভারটন অবশ্য ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। ৩ টেস্টে ৭ উইকেট শিকার করা এই ডানহাতি প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ৮৫টি ম্যাচ। যেখানে তাঁর শিকার ২৭৯ উইকেট।  



ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডঃ 


জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ অধিনায়ক), মঈন আলি, ক্রেইগ ওভারটন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্ন্স, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জেসন রয়, জ্যাক লিচ ও ক্রিস ওকস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball