পারফরম্যান্সই দলে ফেরালো তাসকিনকে
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শুক্রবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন বাঁহাতি পেসার তাসকিন আহমেদ।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ড. কে থিম্মাপিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই টেস্ট দলে ফিরেছেন তাসকিন।

এই টুর্নামেন্টে পাতিল একাডেমির বিপক্ষে ৯১ রানে ৫ উইকেট উইকেট শিকার করেছিলেন এই পেসার। এই ম্যাচটি ছাড়াও পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছেন এই পেসার। এবার তারই প্রতিদান পেলেন তাসকিন।
তাসকিনকে দলে নেয়া প্রসঙ্গে নান্নু বলেছেন, 'লঙ্গার ভার্সনের ক্রিকেটের যথেষ্ট ভালো করেছে বেঙ্গালুরুতে। তার ইনজুরিতে এখন আপাতত সমস্যা নেই। তাই ওকে অন্তর্ভুক্ত করা হয়েছে।'
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাসকিন। তবে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে সেই সফর থেকে ছিটকে যান বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ইনজুরি কাটিয়ে ওঠাতেই তাঁকে দলে ফেরানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নান্নু।
'তাসকিন শেষ নিউজিল্যান্ড সফরে ছিল। এরপর বিপিএলে ইনজুরির কারণে বাদ পড়ে। এরপর এখন ইনজুরি থেকে ফিরেছে বিসিবি একাদশের হয়ে।'
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। সিরিজ খেলতে শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশে পা রেখেছে আফগানরা।