পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। শুক্রবার আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে। আগামী ২৩ অক্টোবর সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।
২৬ অক্টোবর পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ এবং ৩০ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ নভেম্বর। ৪ নভেম্বর সিরিজের দ্বিতীয় এবং শেষ ওয়ানডের মধ্য দিয়ে সফর শেষ করবে বাংলাদেশের মেয়েরা।
গত চার বছরের মধ্যে বাংলাদেশ নারী দলের এটি দ্বিতীয় পাকিস্তান সফর। ২০১৫ সালে ২ ম্যাচে টি-টোয়েন্টি এবং সমানসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ নারী দল।
এরপর ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তান নারী দল বাংলাদেশ সফর করেছিল। সিরিজটি ছিল চার ম্যাচের টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচের। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তানের মেয়েরা। ওয়ানডে ম্যাচটিতে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
সিরিজ সূচিঃ
২৬ অক্টোবরঃ প্রথম টি-টোয়েন্টি
২৮ অক্টোবরঃ দ্বিতীয় টি-টোয়েন্টি
৩০ অক্টোবরঃ তৃতীয় টি-টোয়েন্টি
২ নভেম্বরঃ প্রথম ওয়ানডে
৪ নভেম্বরঃ দ্বিতীয় ওয়ানডে