অ্যাশেজ না জিতলে সব মূল্যহীনঃ স্টোকস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেডিংলি টেস্টে ১৩৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে এক উইকেটের জয় এনে দিয়েছিলেন বেন স্টোকস। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললেও এটাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন না এই অলরাউন্ডার।
স্টোকসের দাবি, অ্যাশেজ জিততে না পারলে হেডিংলি টেস্টের ইনিংসটির কোনো মূল্য থাকবে না। অ্যাশেজ শিরোপা ঘরে তুলেই সন্তুষ্ট হতে চান তিনি।

সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি। ইংল্যান্ডের সুযোগ রয়েছে অ্যাশেজ পুনরুদ্ধার করার। তাই পেছনে না থাকিয়ে সামনের কঠিন পথ কীভাবে পাড়ি দেয়া যায়, সেটা নিয়ে ভাবছেন স্টোকস।
স্টোকস বলেন, ‘আমি মনে করি না এটা খুব বড় প্রাপ্তি, প্রধান কারণ হলো এখনও দুই ম্যাচ বাকি আছে আমাদের। যদি আমরা অ্যাশেজ ফিরে না পাই, তাহলে এই অনুভূতি কেমন হবে?’
‘যদি আমরা অ্যাশেজ জিতি তাহলেই এই ইনিংস থেকে আমি সত্যিকারের সন্তুষ্টি লাভ করবো। হেডিংলিতে চমৎকার একটা সপ্তাহ ছিল এবং এটা ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে আমাদের।’ যোগ করেন স্টোকস।
শেষ উইকেটে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্টোকসের সঙ্গে ছিলেন জ্যাক লিচ। যিনি ১৭ বল খেলে ১ রানে অপরাজিত থেকে দলের জয়ে ভূমিকা রাখেন। সঙ্গীকে নিয়ে স্টোকস বলেছেন, ‘এটা ছিল খুবই আইকনিক ছবি, প্রত্যেক বলের পর জ্যাক লিচ তার চশমার কাঁচ পরিষ্কার করছিল এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে।’
জয়ের কৃতিত্ব তাই লিচকেও দিচ্ছেন ইংলিশ এই অলরাউন্ডার, ‘এই ম্যাচ জয়ে অনেক কৃতিত্ব পেতে পারে সে। কারণ যে ১৭টি বল সে খেলেছে, সেটা সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি ভবিষ্যতেও এ রকম কিছুর মুখোমুখি হয়তো সে হবে না।’