লায়ন আমাদের দ্বিতীয় জীবন দিয়েছেঃ আর্চার

ছবি: ছবি- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে দ্বিতীয় জীবন দিয়েছেন নাথান লায়ন। হেডিংলি টেস্টে ইংলিশদের জয়ের পেছনে বেন স্টোকসের পাশাপাশি বড় অবদান রয়েছে অস্ট্রেলিয়ান স্পিনার লায়নের, মনে করছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার।
শেষ উইকেটে বেন স্টোকস এবং জ্যাক লিচের ৭৬ রানের জুটিতে রুদ্ধশ্বাস জয় পায় স্বাগতিকরা। এই জুটি ভাঙতে পারতেন লায়ন, জয়ের স্বাদ পেতে পারত অজিরা। কিন্তু সুযোগ লুফে নিতে পারেননি এই স্পিনার। জয়ের বন্দরে পৌঁছাতে যখন ২ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, সে সময় লিচকে সহজ রানআউট করতে ব্যর্থ হয়েছেন লায়ন।

সুযোগ হারানো সেই রানআউটে পরাজয়ের মুখ দেখতে হয়েছে অজিদের। অ্যাশেজে ইতিহাস গড়ে ১ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিকরা সমতায় ফিরে।
আর্চারের মতে, 'যখন লায়ন রানআউটে তালগোল পাকিয়ে ফেলল, আপনি সে সময় ড্রেসিং রুমের হৃদস্পন্দন শুনতে পেতেন। অনেক আবেগ ছড়িয়ে ছিল সেখানে। রান যখন সমতায় আসল, উল্লাসে ফেটে পড়েছিল সবাই।
অন্তত আমরা তখন নিশ্চিত ছিলাম এখনো সিরিজ শেষ হয়ে যায়নি। সে আমাদের দ্বিতীয় জীবন দিয়েছে। সবাই বিশ্বকাপ এবং অ্যাশেজ একসাথে জিততে চায়। তাই আমরাও সেটা না করার কোনো কারণ দেখছি না।'
ইতোমধ্যে অ্যাশেজের তিনটি ম্যাচ শেষ হয়েছে। সিরিজে ১-১ সমতায় আছে দুই দল। আগামী ৪ সেপ্টেম্বর ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচের লড়াই শুরু করবে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।