ডিআরএসের সঠিক ব্যবহার শেখেনি অস্ট্রেলিয়াঃ ল্যাঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেডিংলি টেস্টে বেন স্টোকসের বীরত্বের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজটি ১-১ সমতায় ফিরলেও ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ টিম পেইনের দলের। এই বড় সুযোগ হাতছাড়া করার পেছনে ডিআরএসের ভুল ব্যাবহারকে দায়ী করছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ম্যাচের একদম শেষ ভাগে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২ রানের। সেঞ্চুরিয়ান বেন স্টোকসকে সে সময় লেফ বিফরের ফাঁদে ফেলে আপিল করেন স্পিনার নাথান লায়ন। কিন্তু আম্পায়ার সেটাকে নট আউট ঘোষণা করলে পরবর্তীতে টেলিভিশন ক্যামেরায় দেখা যায় বলটি স্ট্যাম্পে আঘাত করছিল।

আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যাওয়া স্টোকস পরের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। লায়নের সেই আপিলের আগে অস্ট্রেলিয়া দুটি রিভিউ নষ্ট করেছিল। যে কারণে ম্যাচ শেষে আফসস করেন কোচ ল্যাঙ্গার।
তিনি বলেন, 'এই সিরিজে বেশ কয়েকবার বাজে সিদ্ধান্ত নিয়েছি। রিভিউ কীভাবে সঠিকভাবে এবং সময়মত নেয়া যায় সেই ব্যাপারে আমরা কথাও বলেছি। লর্ডস টেস্টের মত এতো সুযোগ হয়তো কোথাও পাইনি।
কিন্তু অবশ্যই আমাদেরকে এটাকে নিয়ন্ত্রন করতে হবে। আমাদের একটা নিজস্বতা আছে এই বিষয়ে। মাঝে মাঝে ভুল হতেই পারে। সত্যি বলতে প্যাট কামিন্সের ওভারে অনেক কাছাকাছি ছিল কিন্তু সেটা হয়নি। এগুলো এভাবেই কাজে লাগে।'
পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। আগামী মাসের ৪ তারিখ ম্যানচেষ্টারে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টেস্ট। এরপর ১২ তারিখ লন্ডনে শেষ টেস্টে লড়বে দুই দল।