আর্চারের সঙ্গে জুটি বাঁধতে চান অ্যান্ডারসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড দলে জফরা আর্চারের সঙ্গে জুটি বাঁধতে চান অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তরুণ আর্চারের সঙ্গে জুটিতে বোলিং করতে মুখিয়ে আছেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার।
মেজাজ ধরে রেখে ম্যাচের পরিস্থিতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন আর্চার। সঙ্গে নিজের খেলা সম্পর্কে অবগত তিনি। যে কারণে আর্চারকে মনে ধরেছে অ্যান্ডারসনের।
২৪ বছর বয়সী আর্চারের বন্দনায় অ্যান্ডারসন বলেন, 'মাঝে মধ্যে ভিন্ন পরিস্থিতিতে মানুষ জ্বলে ওঠে। কিন্তু প্রতিনিয়ত একই পারফরম্যান্স করা চাপের। জফরার (আর্চার) মধ্যে এমন কিছুই দেখিনি। সে খুবই শান্ত, নিজের মেজাজ ধরে রাখতে পারে এবং হিসেবনিকেশ করে নিজের পারফরম্যান্স নিয়ে।'

'নিজের খেলা সম্পর্কে অবগত সে এবং অনেক বেশি আত্মবিশ্বাসী। এমন একজনকে পাওয়া ইংল্যান্ড দল এবং সমর্থকদের জন্য রোমাঞ্চকর। আমি ওর সঙ্গে জুটিতে বল করতে মুখিয়ে আছি।'
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই দাপট দেখিয়ে যাচ্ছেন আর্চার। তাঁর পারফরম্যান্সে বিশ্বাস করতে দ্বিধা নেই ইংল্যান্ডের। বিশ্বকাপের ফাইনালে তাই সুপার ওভারের দায়িত্ব তরুণ আর্চারের হাতেই তুলে দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। বিশ্বাসের মূল্য রেখেছেন তিনি, পূরণ করেছেন ইংল্যান্ডের অধরা স্বপ্ন।
বিশ্বকাপ পারফরম্যান্স দিয়ে ঐতিহাসিক অ্যাশেজের দলেও ডাক পেয়েছেন আর্চার। অভিজ্ঞ অ্যান্ডারসনের অনুপস্থিতিতে দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। অভিষেকেই নিজেকে চিনিয়েছেন তিনি। লর্ডস টেস্টে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন এই তরুণ।
এরপর নিজেদের দ্বিতীয় টেস্টেই ছয় উইকেট তুলে নিয়েছেন। আগুনে বোলিং করে হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে পুড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন মাসে এমন পারফরম্যান্স করেছে, এমন কাউকে দেখেননি অ্যান্ডারসন।
'ক্যারিয়ারের প্রথম তিন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানো কোনো ক্রিকেটার মনে হয় দেখিনি। বিশ্বকাপ জেতা, ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে বোলিং করা, এরপর টেস্ট অভিষেক।' বিবিসি রেডিওতে বলেছেন অ্যান্ডারসন।