স্মিথের কৌশলই তাঁকে আহত করেছেঃ হরভজন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিং কৌশলের কারণেই আহত হয়েছেন স্টিভ স্মিথ। ভারতীয় অভিজ্ঞ স্পিনার হরভজন সিং মনে করেন, আরও সুরক্ষিত হেলমেট এবং নেক গার্ড শুধু কৌশলহীন স্মিথেরই প্রয়োজন।
অ্যাশেজের লর্ডস টেস্টে জফরা আর্চারের আগুনে বাউন্সার আঘাত হেনেছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্মিথের ঘাড়ে। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাঁকে, যদিও পরবর্তীতে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি।
কিন্তু দ্বিতীয় ইনিংসে স্মিথের বদলি হিসেবে মার্নাস ল্যাবুশানকে নামিয়েছিল অজিরা। শেষ পর্যন্ত সিরিজের তৃতীয় টেস্ট থেকেও ছিটকে পড়তে হয় দারুণ ফর্মে থাকা স্মিথকে।

এমন ভীতিকর পরিস্থিতির মুখোমুখি আগেও হয়েছেন অনেক ব্যাটসম্যানই। তাই ক্রিকেট বিশ্বের বিভিন্ন মহল থেকে সুরক্ষিত হেলমেট ও ‘নেক গার্ড’ বাধ্যতামূলক করার পরামর্শ আসছে।
অস্ট্রেলিয়া দলের সাবেক ডাক্তার পিটার ব্রাকনার বলেছেন, 'আরও সুরক্ষিত হেলমেট ও ‘নেক গার্ড’ বাধ্যতামূলক করা উচিত।' কিন্তু এর সঙ্গে একমত নন হরভজন।
তাঁর মতে, স্মিথের টেকনিকের উপর ভিত্তি করে এই সরঞ্জাম বাধ্যতামূলক করা যায় না। তিনি বলেন, 'শর্ট বল খেলার জন্য সুনীল গাভাস্কারের পরামর্শ, বলের উপর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ না সরাতে। এর পরেও কিছু অস্বাভাবিক বল গায়ে লাগবেই। পুরো ব্যাপারটাই টেকনিক।'
আরও বলেন, 'নিশ্চয়ই একজন তরুণ ক্রিকেটারকে বলা যায় না, স্টিভ স্মিথের কৌশল অনুসরণ করতে। হয়তো এই সরঞ্জাম খুব কার্যকরী ও অভিনব। কিন্তু তা স্মিথের জন্য। প্রত্যেক দলে তো জফরা আর্চারের মতো জোরে বোলার নেই। ফিরোজ় শাহ কোটলায় মিডিয়াম পেসারকে খেলতে গেলে এই সরঞ্জামের কী দরকার?'
যদিও ভারতীয় ব্যাটসম্যানদের আরও সুরক্ষিত হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের পক্ষ থেকে এক কর্মকর্তা বলেন,
'অধিনায়ক, কোচ ও তাঁর সহকারীদের আইসিসির নতুন নিয়ম সম্পর্কে বিশদে জানানো হয়েছে। এমনকি আরও সুরক্ষিত হেলমেট ও ‘নেক গার্ড’ ব্যবহারের কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই শিখর ধাওয়ানের মতো কেউ কেউ এই সরঞ্জাম ব্যবহার করেন। কিন্তু আইসিসি তা বাধ্যতামূলক না করায় বোর্ড জোর করতে পারে না।'