ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে রয়?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে থাকা জেসন রয়ের টেস্ট অভিষেক হয়েছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে। অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি হাঁকালেও চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি ইংলিশ এই ওপেনার।
রঙিন পোশাকে আক্রমণাত্মক ব্যাটিং করলেও সাদা পোশাকে ভিন্ন মানসিকতায় খেলতে হচ্ছে রয়কে। যে কারণে হয়তো লঙ্গার ভার্সনে নিজের সহজাত ব্যাটিংটা করতে পারছেন না এই ওপেনার।

লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ২ রান করা এই ওপেনারকে তাই মিডল অর্ডারে থিতু করতে চাইছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা।
বেলিসের বিশ্বাস, ব্যাটিং অর্ডার পরিবর্তন করলে সাদা পোশাকে ভালো করতে পারেন রয়। তবে কেউ রান করতে পারছে না বলে দলে তাদের প্রয়োজন কমে যায়নি বলে জানিয়েছেন ইংলিশ কোচ।
বেলিস বলেছেন, ‘আমার মনে হয় জেসন রয় মিডল অর্ডারে ভালো করবে। ওয়ানডে ফরম্যাটে তার ফর্মের কারণে আমরা তাকে টপ অর্ডারের জায়গা দিয়েছিলাম। কিন্তু অবশ্যই ওয়ানডে এবং টেস্টের ওপেনিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সাদা বলের ক্রিকেটে সে যেভাবে খেলে, লাল বলে সেভাবে খেললে চলবে না।
আমাদের কাছে মনে হয় দলে সাতজন সেরা ব্যাটসম্যান আছে। তাই আমরা যা করতে পারি তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে পারি, যদিও আমি এখনো নিশ্চিত না। আমরা এই বিষয়ে বৈঠক করবো। কিন্তু তারা রান করছে না বলে এটা ভাবা উচিত না যে দলে তাদের জায়গা নেই।’