আর্চারকে সুতি পশমে মুড়িয়ে রাখুক ইংল্যান্ডঃ সোয়ান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জফরা আর্চারকে সুতি পশমে মুড়িয়ে রাখতে ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছেন দলটির সাবেক স্পিনার গ্রাহাম সোয়ান। টেস্ট অভিষেকে আর্চারের পারফরম্যান্স দেখে এমন মন্তব্য করেছেন হুট করেই ক্রিকেটকে বিদায় বলে দেয়া সোয়ান।


অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে লর্ডস টেস্টে জয়ের বন্দরে প্রায় নিয়েই গিয়েছিলেন আর্চার। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়, কিন্তু পুরো ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি এই পেসার।


promotional_ad

দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন আর্চার। তাঁর গতিতে ভীত ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। আর্চারের গতিতে পরাস্ত হয়েছেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা স্টিভেন স্মিথ। ঘাড়ে আঘাত পেয়ে ছিটকে পড়েছেন সিরিজের তৃতীয় টেস্ট থেকে।


লর্ডসে ৪৪ ওভার বোলিং করা আর্চারের গড় গতি ছিল ঘণ্টায় ৯০ মাইলের ঊর্ধ্বে। এমন ফাস্ট বোলার সব সময় পাওয়া যায় না বলে আর্চারের প্রতি ইংল্যান্ডের সুনজর চান সোয়ান। ইংল্যান্ডের হয়ে ১০ বছর খেলুক আর্চার, এমনই চাওয়া সাবেক ডানহাতি এই অফ স্পিনারের।


সোয়ান বলেছেন, ‘লর্ডসে আমরা দেখেছি জফরা আর্চার ম্যাচ জেতানোর জন্য কতটা প্রতিভাবান। ইংল্যান্ডের উচিত আর্চারকে সুতি পশম দিয়ে মুড়িয়ে রাখা, পরবর্তী ১০ বছরের জন্য তাঁর ফিটনেস নিশ্চিত করা। এমন ফাস্ট বোলার সচরাচর আসে না এবং আমরা ভাগ্যবান, কারণ আমরা এমন একজনকে পেয়েছি। যত বছর সম্ভব তাঁকে আমাদের ধরে রাখার চেষ্টা করা প্রয়োজন।’


আর্চারকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্টে ২৫৫ উইকেট নেয়া সোয়ান। তাই আর্চারের সঠিক পরিচর্যা চান তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball