promotional_ad

জনসনকে এমসিসির বিশেষ সম্মাননা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসনকে আজীবন সদস্য সম্মাননা দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। চলমান অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের শেষ দিন এই ঘোষণা দেয় এমসিসি কর্তৃপক্ষ।


এমসিসি টুইট লিখেছে, ‘এমসিসি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিচেল জনসনকে ক্লাবের একজন সম্মানিত আজীবন সদস্য হিসেবে ঘোষণা করছে।’ 



promotional_ad

ক্রিকেটের নিয়ম নির্ধারক সংস্থার এমন সম্মাননা পেয়ে বেশ উচ্ছ্বসিত ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপজয়ী দলের সদস্য জনসন। যদিও বেশ অবাক হয়েছেন বাঁহাতি এই পেসার।


জনসন বলেছেন, ‘এটা অসাধারণ অনুভূতি এবং আমি কখনো ভাবিনি একজন সম্মানিত আজীবন সদস্য হিসেবে লর্ডসে বসব। এমসিসির স্বীকৃতি পাওয়া অনেক আনন্দের। এ অবস্থানে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত ও গর্বিত।’


অস্ট্রেলিয়ার হয়ে ২০০৫ সালে অভিষেক হওয়া জনসন ২০১৫ সালের শেষ দিকে অবসর নেন। ৭৩ টেস্টে ২৮.৪০ গড়ে ৩১৩ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে সেরা সময় কাটিয়েছেন বাঁহাতি এই পেসার।



আট টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন জনসন। সেই বছর অ্যাশেজে বিধ্বংসী ছিলেন এই ফাস্ট বোলার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া অজিদের হয়ে ১৫৩ ওয়ানডেতে ২৩৯টি এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৮টি উইকেট শিকার করেন সাবেক এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball