টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে অ্যাশেজঃ গাঙ্গুলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অ্যাশেজ সিরিজে টেস্ট ক্রিকেটের মান দেখে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, ঐতিহ্যবাহী এই সিরিজটি টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বিশ্বের ক্রিকেট খেলুড়ে বাকি দেশগুলোকে টেস্ট ক্রিকেটের মান বাড়ানোর জন্য তাগিদ দিয়েছেন গাঙ্গুলি। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫১ রানের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।

যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। তবে বৃষ্টির বাধা, রোমাঞ্চ এবং উত্তেজনা ছড়িয়েছে লর্ডস টেস্ট। রবিবার নিজের টুইটারে ভারতের সাবেক কাপ্তান লিখেছিলেন, 'অ্যাশেজ সিরিজ টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে। এখন বাকিদের পালা নিজেদের মান বাড়ানো।'
লর্ডস টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পণ্ড হয়েছে। দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির হানা। এরপর খেলা মাঠে গড়ালে রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচটি। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ২৫৮, অস্ট্রেলিয়া ২৫০। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৫৮। অস্ট্রেলিয়া ১৫৬ রানে হারিয়েছিল ৬ উইকেট। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ড্র।
জফরা আর্চারের বলে ঘাড়ে আঘাত পেয়েছেন ফর্মে থাকা স্টিভ স্মিথ। নতুন নিয়ম অনুযায়ী তাঁর বদলি হিসেবে ব্যাটিং করেছেন মার্নাস ল্যাবুশানে। সবকিছু মিলিয়ে উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ উপভোগ করেছে ক্রিকেট বিশ্ব।