টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন মরগান?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন ইয়ন মরগান। মূলত কোমরের ইনজুরির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিতে পারেন সদ্য বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
বিশ্বকাপ থেকেই কোমরের চোটে ভুগছিলেন মরগান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় মাঠ ছেড়ে গিয়েছিলেন এই কারণে। পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে ফিরলেও চলমান ইংলিশ কাউন্টিতে ফের কোমরে ব্যথা অনুভব করেন তিনি।

সব মিলিয়ে কোমরের চোট বাড়তি চিন্তায় রেখেছে মরগানকে। যদিও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে দলকে নেতৃত্ব দিতে পুরোপুরি ফিট থাকা দরকার বলে বিশ্বাস করেন এই অধিনায়ক।
মরগান বলেন, 'আমাকে এই বিষয়ে ভাবতে হবে, যার জন্য আমি সময় নিচ্ছি। সিদ্ধান্তটা অনেক বড়। কাউকে আশাহত করতে চাইছিনা। কিন্তু আপনি যখন দলকে নেতৃত্ব দিবেন তখন একদম সামনে থেকে নেতৃত্ব দিবেন।
যেটার জন্য আপনাকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হবে। ফিট থাকাটা খুব জরুরি। ফর্ম ফিরে পাওয়া এক জিনিস আর নিজেকে ফিট রাখা আরেক জিনিস। আশা করছি আমি দ্রুত ফিট হয়ে উঠবো।'
চলতি বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এর আগেই বড় কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন মরগান। তিনি দায়িত্ব ছেড়ে দিলে ইংলিশদের অধিনায়ক হতে পারেন জো রুট।