promotional_ad

ডমিঙ্গোর আগমনে গুরুত্ব বাড়ছে ঘরোয়া ক্রিকেটের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আগমন ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বাড়াচ্ছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর সাবেক প্রোটিয়া কোচ ডমিঙ্গো জানান, ঘরোয়া ক্রিকেটে বেশি নজর রাখতে চান তিনি।


ডমিঙ্গোর এমন বক্তব্য রোমাঞ্চ তৈরি করেছে বাংলাদেশি ক্রিকেটারদের মনে। ডানহাতি পেসার তাসকিনের মতে, ডমিঙ্গো কোচ হওয়ায় পূর্বের তুলনায় ঘরোয়া ক্রিকেট আরও বেশি গুরুত্ব পাবে ক্রিকেটারদের কাছে। 



promotional_ad

তাসকিন বলেছেন, ‘এটা আমাদের জন্য আরও বেশি ভালো হবে। কারণ আমরা যখন যেখানেই খেলি না কেন অনেক গুরুত্ব সহকারে খেলার চেষ্টা করি। উনি (ডমিঙ্গো) যখন ঘরোয়া ক্রিকেট দেখবেন সবাই আরও বেশি গুরুত্ব দিয়ে খেলার চেষ্টা করবে। সবকিছু মিলিয়ে আশা করছি আমাদের জন্য অনেক ভালো কিছুই অপেক্ষা করছে।’


২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞ এই কোচকে পেয়ে উচ্ছ্বসিত তাসকিন। নতুন এই কোচের অধীনে যতটুকু সম্ভব নিজেকে আরও শাণিত করতে মুখিয়ে আছেন তরুণ এই পেসার। 


‘কোনো সন্দেহ নেই যে এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ সে দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের কোচ ছিল অনেক দিন ধরে। আশা করি আমরা যারা তরুণ আছি, তারা অনেক কিছু নেয়ার চেষ্টা করব।’ 



‘তো আমিও অনেক এক্সাইটেড। কারণ সামনে অনেক ক্যাম্প আছে। আল্লাহ যদি সুযোগ দেয় তাদের সঙ্গে কাজ করার, তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব নতুন নতুন জিনিস আদায় করে নেয়ার।’ বলেছেন ২৪ বছর বয়সী তাসকিন।


আগামী ১৯ আগস্ট থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজের অনুশীলন ক্যাম্প। ২১ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball