দলে ফিরেছি এটাই অনেক বেশিঃ তাসকিন
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পান পেসার তাসকিন আহমেদ। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সফরেও ডাক পান তিনি। কিন্তু একাদশে সুযোগ হয়নি তাঁর। আসন্ন ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের ৩৫ সদস্যের প্রাথমিক দলেও ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার। তবে বারবার দলে সুযোগ পেলেও একাদশের হয়ে মাঠে নামার সুযোগ হচ্ছে না তাসকিনের। অবশ্য দলে ফেরাটাই এখন তাঁর কাছে অনেক বেশি।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের হয়ে খেলেছেন তাসকিন। এরপর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তিনি। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন ডানহাতি এই পেসার। এরপর আবারও ইনজুরি এবং ফর্মহীনতার কারণে দলের বাইরে থাকতে হয় তাঁকে। নিজেকে আরও একবার প্রমাণ করে নিয়মিত জাতীয় দলে ডাক পাচ্ছেন তাসকিন। মাঠে না নামতে পারলেও দলে সুযোগ পেয়েই সন্তুষ্ট ২৪ বছর বয়সী এই পেসার।

রবিবার মিরপুরে তাসকিন বলেন, ‘আসলে আমি যে দলে ফিরেছি এটাই অনেক বেশি। ইনজুরিতে ছিলাম, প্রায় দেড় বছর দলের বাইরে ছিলাম। চেষ্টা করেছি নিজেকে ফিট করে তোলার জন্য। আলহামদুলিল্লাহ যে গত সিরিজে সুযোগ পেয়েছি দলে। হয়তো ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে আমি যদি ফিট থাকি এবং বোলিং, ফিল্ডিং, ফিটনেস সব বিভাগে উন্নতি করতে পারি, তাহলে আশাকরি সামনে অনেক সুযোগ আসবে।’
নিয়মিত দলে পাওয়ার ব্যাপারটিকেই পুরস্কার ভাবছেন তাসকিন। একাদশে খেলার সুযোগ এলে নিজের সেরাটা দিয়ে জায়গা পাকা করতে মুখিয়ে আছেন ডানহাতি এই পেসার।
‘আসলে ভারতে ভালো করেছি, আগের থেকে ফিট হয়েছি। কিন্তু আমি মনে করি উন্নতির জায়গা আরও আছে, বাড়াতে হবে। অবশ্যই পুরষ্কার হিসেবে আমাকে দলে নেয়া হয়েছে। এটাই আমার জন্য বড় পাওয়া।’
‘সামনেও সুযোগ আসবে বলে আশা করছি। তো আমি আমার নিজের উন্নতির দিকে নজর দিচ্ছি। বাকি সব আল্লাহর রহমতে সুযোগ এলেই হয়ে যাবে। আসলে এখন মূল ফোকাস সামনে ক্যাম্পের দিকে। সব কিছুতে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যদি কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’ বলেছেন তাসকিন।