promotional_ad

সর্বোচ্চটা বের করে নিতে চান ডমিঙ্গো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


দক্ষিণ আফ্রিকা দলের প্রধাণ কোচের দায়িত্ব ছাড়ার পর দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন রাসেল ডমিঙ্গো। মাঝে সময়টা পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি ক্রিকেট থেকে দূরে ছিলেন। 


এবার বিশ্রাম শেষে ফুরফুরে মানসিকতা নিয়ে নতুন অ্যাসাইনমেন্টের জন্য মাঠে নামতে যাচ্ছেন তিনি। শনিবার ৪৪ বছর বয়সী সাবেক প্রোটিয়া এই কোচকে বাংলাদেশ দলের প্রধাণ কোচের দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। নিজের নতুন এই অ্যাসাইনমেন্টকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন ডমিঙ্গো।



promotional_ad

বাংলাদেশ দলের ক্রিকেটারদের থেকে সর্বোচ্চটা বের করে নেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফের ফিরে আসাকে ইতিবাচক করে রাখতে চান ডমিঙ্গো।


তিনি বলেন, 'এটা একটা দারুণ চ্যালেঞ্জ, যার জন্য আমি মুখিয়ে আছি। তাদের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে, এছাড়া তরুণরাও উঠে আসছে। সবাই এসব নিয়ে অবগত। 


আমার প্রধাণ কাজ থাকবে দলের সবার থেকে সর্বোচ্চটা বের করে নেয়া। আমি ক্রিকেট থেকে দূরে ছিলাম। ফিরে এসে ভালো লাগছে। সবাই আন্তর্জাতিক ক্রিকেটের অংশ হতে চায়, আমি দুই বছর ছিলাম না, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নতুন করে শুরু করছি, মুখিয়ে আছি সামনের দিকে যাওয়ার জন্য।'



দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডোমিঙ্গো। ৪৪ বছর বয়সী সাবেক প্রোটিয়া এই কোচ বাংলাদেশের দায়িত্ব নেবেন ২১ আগস্ট থেকে। 


তার প্রথম অ্যাসাইনমেন্ট ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার সঙ্গে বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গেভেল্ট ও ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি কাজ করবেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball