চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বাংলাদেশের নতুন কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়ে এই প্রোটিয়া জানিয়েছেন নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন তিনি।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়ার পর আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করাননি তিনি। আবারও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং পেশায় ফেরার এখনই সেরা সময় মনে করেন ডমিঙ্গো।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমি অনুভব করি এটাই উপযুক্ত সময় আমার এগিয়ে যাওয়ার এবং সিনিয়র আন্তর্জাতিক পর্যায়ে কোচ হিসেবে আবারও দায়িত্ব নেয়ার।'
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়েও বেশ নির্ভার বাংলাদেশের এই কোচ। তিনি মনে করেন প্রোটিয়াদের ক্রিকেটকে ভালো হাতেই ছেড়ে এসেছেন তিনি। তাই বাংলাদেশের কোচ হয়েও নিশ্চিন্ত তিনি।
ডমিঙ্গোর ভাষায়, 'একই সঙ্গে আমি মনে করি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে ভালো হাতে ছেড়েছি।'
শনিবার দুই বছরের জন্য ডমিঙ্গোকে নিয়োগ দিয়েছে বিসিবি। নিয়োগ পেয়ে দ্রুতই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে তাঁর বাংলাদেশ ক্যারিয়ার।