promotional_ad

পাকিস্তানের ক্যাম্প কমান্ড্যান্ট মিসবাহ

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে পাকিস্তানের প্রধান কোচের পদটি শূন্যই আছে।


কয়েকদিন আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে, পাকিস্তানের কোচ হতে চান সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। তাঁকে এখনই প্রধান কোচের দায়িত্ব না দিলেও তাঁর অধীনে প্রস্তুতি ক্যাম্প আয়োজনের ঘোষণা দিয়েছে পিসিবি।


পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে ১৭ দিনের প্রাক মৌসুম প্রস্তুতি ক্যাম্প আয়োজন করছে পিসিবি। এই ক্যম্পেরই কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে মিসবাহকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ব্যস্ত ঘরোয়া সূচির আগে ক্রিকেটারদের তৈরি করতেই এই পরিকল্পনা পিসিবির।



promotional_ad

আগামী ২২ আগস্ট শুরু হয়ে এই ক্যাম্প শেষ হবে ৭ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে কায়েদ-ই আজম ট্রফি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট শুরুর আগেই ক্যাম্পটি শেষ হবে।


প্রাক মৌসুমের এই ক্যাম্পে ডাক পাওয়া ২০ ক্রিকেটারের মধ্যে ১৪ জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ। মিসবাহকে ক্যাম্প কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে পিসিবি।


বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক ও চ্যালেঞ্জিং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে এই ক্যাম্প গড়া হচ্ছে।’


ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকাঃ



আবিদ আলী, আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহেল, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ, আসিফ আলী, বিলাল আসিফ, ইফতিখার আহমেদ, মীর হামাজ, রাহাত আলী ও জাফর গোহর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball