বোলারদের পারফর্মেন্স এগিয়ে রাখল অস্ট্রেলিয়াকে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডস টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় দিন পুরো খেলা হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ২৫৮ রান। এরপর নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। দিনশেষে ইংল্যান্ড এগিয়ে আছে ২২৮ রানে। টেস্টের তৃতীয় দিন দুই অপরাজিত ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট (৫)) এবং উসমান খাওয়াজা (১০) ব্যাটিং করতে নামবেন।
আজ দিনের শুরু থেকেই দুই অজি পেসার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের তোপের মুখে ছিল ইংল্যান্ড। দলের রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন জেসন রয় (০)।
হ্যাজেলউডের শিকার হয়ে ফিরেছেন তিনি। এরপর দলীয় ২৬ রানে ফিরে গিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুটও (১৪)। রয় ও রুটকে ফেরানোর পর এজবাস্টন টেস্ট না খেলা হ্যাজেলউডের তৃতীয় শিকারে পরিণত হন জো ডেনলি (৩০)।

একপাশ আগলে রেখে রানের চাকা সচল রেখেছিলেন এজবাস্টন টেস্টের সেঞ্চুরিয়ান ররি বার্নস। কিন্তু অস্ট্রেলিয়াকে বেশীক্ষণ পোড়াতে পারেননি তিনি। ১২৭ বলে ৫৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফিরে গেছেন।
এদিন ব্যর্থ হয়েছেন জশ বাটলার (১২) এবং বেন স্টোকসও (১৩)। ১৩৮ রানে ছয় উইকেট হারানো ইংল্যান্ডকে পুনরায় স্বপ্ন দেখিয়েছেন জনি বেয়ারস্টো এবং ক্রিস ওকস। দুজনে মিলে গড়েছেন ৭২ রানের জুটি। ওকস ৩২ রানে ফিরে গেলেও শেষ উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে বেয়ারস্টো করেন ৫২ রান।
লেজের সারির অন্য তিন ব্যাটসম্যান জফরা আর্চার (১২), স্টুয়ার্ট ব্রড (১১) এবং জ্যাক লিচ (৬*) কেউই বেয়ারস্টোকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউডের মতোই তিন উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং নাথান লায়ন। একটি উইকেট নিয়েছেন পিটার সিডল।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ১১ রানে ব্রডের বলে বোল্ড হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার (৩)। এরপর খাওয়াজা এবং ব্যানক্রফটের ব্যাটে বাকিটা সময় নির্বিঘ্নে পার করে তারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৫৮/১০ (৭৭.১ ওভার) (বার্নস-৫৩, বেয়ারস্টো-৫২; কামিন্স-৩/৬১, হ্যাজেলউড-৩/ ৫৮)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ২২/১ (১০.৩ ওভার) (ব্যানক্রফট-৫*, খাওয়াজা-১০*; ব্রড-১/১৩, আর্চার-০/৩)