promotional_ad

ক্রিকেট থেকে বিরতি নিলেন মঈন আলী

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট সময়টা ভালো যাচ্ছিল না মঈন আলীর। বিশ্বকাপে নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই ব্যর্থতার জাল থেকে বের হতে পারেননি চলমান অ্যাশেজ সিরিজেও।


শেষ ৮ ইনিংসের চারটিতেই শুন্য রানে বিদায় নিয়েছেন তিনি। এছাড়া এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে টার্নিং পিচেও ৪২ রানে ১ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ১৩০ রান খরচে পেয়েছেন ২ উইকেট। 



promotional_ad

ব্যাটিং-বোলিং দুই বিভাগে ব্যর্থ হওয়ায় লর্ডস টেস্টের স্কোয়াড থেকে বাদ দেয়া হয় মঈনকে। তার জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে।


দল থেকে বাদ পড়ার হতাশা, বিশ্বকাপের ব্যর্থতা, ফর্মহীনতা, ক্লান্তি সবকিছু মিলিয়ে সাময়িক বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। তাঁর এমন সিদ্ধান্তকে অবশ্য সমর্থন করেছেন উরচেস্টারশায়ারের কোচ অ্যালেক্স গিডম্যান।


তাঁর মতে, ইংল্যান্ড দলে মঈনের জায়গা নেয়ার মতো কেউ নেই। ক্যারিয়ারের এই দুঃসময়ে মঈনের পাশে দাঁড়িয়ে তিনি বলেন ‘আসলেই মঈনের জায়গা নেওয়ার মত কেউ আমাদের দলে নেই। সে বিশ্বকাপ জেতা একটি দলের একজন সদস্য। 



এরপর আবার টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে যাওয়া। সে আবার যখন খেলতে চাইবে তখনই আমরা তাকে গ্রহণ করতে প্রস্তুত আছি। তাকে সমর্থন জানাতে তার সাথে এবং ইসিবির (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সাথে আমরা কথা বলব। দ্রুত তাকে মাঠে দেখার প্রত্যাশা করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball