ইংল্যান্ডের জন্য অ্যাশেজে ফেরা অসম্ভবঃ বয়কট

ছবি: ছবিঃ সংগৃহীত

বার্মিংহাম টেস্টে লজ্জাজনক হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে ইংল্যান্ড। কিন্তু দেশটির সাবেক অধিনায়ক জেফরি বয়কটের দাবি, ইংল্যান্ডের জন্য অ্যাশেজে ফেরা অসম্ভব।
প্রথম টেস্টে ২৫১ রানে বিশাল হারের লজ্জা পেয়েছে তারা অস্ট্রেলিয়ার কাছে। বয়কট মনে করছেন, বার্মিংহাম টেস্টে ভয়ানক ক্রিকেট খেলেছে ইংলিশরা।
১৪ তারিখ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। হাতে থাকা চার ম্যাচেই বাড়তি চাপে থাকবে স্বাগতিকরা। হাতে এখনও চার ম্যাচ থাকলেও আগে ভাগেই ইংলিশদের ছিটকে দিয়েছেন সাবেক এই অধিনয়ক।

বয়কট বলেন, 'ইংল্যান্ডের জন্য সিরিজে ফেরা এখন অসম্ভব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ ছিল সেটা আর তাঁরা যেভাবে খেলেছে আমি দেখে চমকে গিয়েছি। এখনও আতঙ্ক কাটেনি আমার।'
এদিকে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইংল্যান্ড, জানিয়েছেন উইকেটরক্ষক জস বাটলার। বড় ব্যবধানে হারলেও এখনই আতঙ্কিত হতে নারাজ তিনি।
বাটলার বলেন, ‘আমরা ১-০ তে পিছিয়ে, কিন্তু এই সিরিজে আরও চার ম্যাচ বাকি আছে। টেস্ট ক্রিকেট কঠিন খেলা, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে আপনি খেলছেন। যদি অনেক সময়ের জন্য আপনি যথেষ্ট ভালো না খেলেন।
তাহলে জেতা যাবে না। কিন্তু আমাদের একটি চমৎকার দল আছে, কোনও কিছু আসলে বদলায়নি। আমরা হেরেছি, কিন্তু অনেক রোমাঞ্চ আর বিশ্বাস নিয়ে এখানে এসছি যে আমরা এই টেস্ট জিতে ১-১ করবো।’