promotional_ad

লর্ডসে সমতায় ফিরবে ইংল্যান্ড, বিশ্বাস বাটলারের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বার্মিংহ্যাম টেস্টে হারের পর লর্ডস টেস্ট দিয়ে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড। চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইংল্যান্ড, জানিয়েছেন উইকেটরক্ষক জস বাটলার। 


বার্মিংহামে প্রথম টেস্টে ২৫১ রানে বিশাল হারের লজ্জা পেয়েছে তারা অস্ট্রেলিয়ার কাছে। বড় ব্যবধানে হারলেও এখনই আনঙ্কিত হতে নারাজ বাটলার। সদ্য ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপ ঘরে তোলা ইংল্যান্ড নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।


পাঁচ ম্যাচের সিরিজে এখনও আরও ৪ ম্যাচ বাকি আছে, তাই শেষ পর্যন্ত ফলাফল যে কোনো দলের পক্ষে যেতে পারে বলে বিশ্বাস করছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। তবে সেটার জন্য অজিদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের।



promotional_ad

বাটলার বলেন,‘আমরা ১-০ তে পিছিয়ে, কিন্তু এই সিরিজে আরও চার ম্যাচ বাকি আছে। টেস্ট ক্রিকেট কঠিন খেলা, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে আপনি খেলছেন। যদি অনেক সময়ের জন্য আপনি যথেষ্ট ভালো না খেলেন।


তাহলে জেতা যাবে না। কিন্তু আমাদের একটি চমৎকার দল আছে, কোনও কিছু আসলে বদলায়নি। আমরা হেরেছি, কিন্তু অনেক রোমাঞ্চ আর বিশ্বাস নিয়ে এখানে এসছি যে আমরা এই টেস্ট জিতে ১-১ করবো।’


এদিকে বার্মিংহ্যাম টেস্টে নিজের সেরাটা দিতে পারেননি বাটলার। তাই বাকি থাকা ম্যাচগুলোতে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেই লর্ডসের ময়দানে নামবেন এই উইকেটরক্ষক।


বাটলার আরও বলেন,



'গত দেড় বছর ধরে ভালো ফর্মেই আছি। অনেক আত্মবিশ্বাসী আমি। নিজের প্রতি আস্থা আছে। আমি ভালোভাবে প্রস্তুত থাকবো এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball