আমরা যেকোনো উইকেটের জন্য প্রস্তুতঃ স্টার্ক
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডসে উইকেট যেমনই হোক, জয় ছাড়া কিছুই ভাবছেন না অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এজবাস্টন টেস্ট জেতার পর দলের আত্মবিশ্বাসী মানসিকতা যেকোনো উইকেটে এগিয়ে রাখবে অস্ট্রেলিয়াকে, এমনটাই বিশ্বাস তাঁর।
গণমাধ্যমকে স্টার্ক বলেন, 'আমরা সব ধরণের উইকেটের জন্য প্রস্তুত। সবুজ, ফ্ল্যাট, পেসবান্ধব, সুইং বা মন্থর- যেকোনো উইকেটেই আমরা খেলতে পারব। সবাই এই মুহূর্তে ফর্মে আছে।'

দলের আক্রমণাত্মক বোলিং লাইনআপের ওপরেই মূল ভরসা করছেন স্টার্ক। যেকোনো উইকেটে ভালো পারফর্ম করা ন্যাথান লায়নকে নিয়ে বাড়তি আত্মবিশ্বাস তাঁর।
'আমাদের দলে আক্রমণাত্মক কয়েকজন বোলার আছেন। যারা চাপ সৃষ্টি করতে পারেন এবং উইকেট নিতে পারেন। আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। ন্যাথান লায়নের মতো একজন স্পিনার আছে আমাদের যে কিনা যেকোনো উইকেটে মানিয়ে নিতে পারে।'
এজবাস্টন টেস্টে স্টার্কের জায়গায় খেলেছেন জেমস প্যাটিনসন। লর্ডসে কি ফিরবেন স্টার্ক? অবশ্য দলে জায়গা পাওয়া নিয়ে ভাবছেন না তিনি।
'আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি। আমরা অ্যাশেজ জিততে চাই। আমাদের বোলিং লাইনআপ একই হোক বা ভিন্ন হোক- জেতাটাই বড় কথা।' বলেছেন স্টার্ক।