আমলার বিদায় কয়েক বছর ভোগাবে দলকেঃ গ্রায়েম পোলক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হাশিম আমলার অভাব পূরণ করতে আগামী কয়েক বছর বেশ সংগ্রাম করতে হবে দক্ষিণ আফ্রিকাকে বলে মনে করেন দেশটির ব্যাটিং কিংবদন্তী গ্রায়েম পোলক। আমলার পাশাপাশি এবি ডি ভিলিয়ার্স কিংবা ডেল স্টেইনদের (টেস্ট থেকে) মতো ক্রিকেটারদের অভাবও বেশ ভোগাবে দলকে, বিশ্বাস এই সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
গত ৮ আগস্ট সবধরনের ক্রি??েট থেকে বিদায় নেন ৩৬ বছর বয়সী আমলা। প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে ১৮ হাজারের বেশি রান করা অভিজ্ঞ আমলাকে যে যথেষ্ট মিস করবে তাঁর দল তা বলাই বাহুল্য।

গ্রায়েম পোলক বলেন, 'দক্ষিণ আফ্রিকা অনেক কোয়ালিটি খেলোয়াড় হারিয়েছে অনেক বছর ধরে এবং আমি মনে করি এই খেলোয়াড়রা হারিয়ে যাওয়ায় তারা আগামী কয়েক বছরে আরো বেশি সংগ্রাম করবে তাদের শুন্যস্থান পূরণ করার জন্য।'
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আমলা দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশকে এনে দিয়েছেন দারুণ সব সাফল্য। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাঁর অবদান তাই অকপটে স্বীকার করেন ২৩ টেস্টে ২ হাজার ২৫৬ রান করা পোলক।
তিনি বলেন, 'আমলা অসাধারণ একটি ক্যারিয়ার পার করেছে। সে অন্যতম সেরা একজন খেলোয়াড় ছিল এবং দক্ষিণ আফ্রিকার জন্য অনেক ভালো কিছু বয়ে এনেছে। এটা মনে রাখা দরকার যে সে সকল ফরম্যাটেই রান করেছে। সে অনেক বড় অবদান রেখেছে এবং তার সরে যাওয়া অনেক বড় ক্ষতি।'