অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতলে বসে থাকতেও রাজি স্টার্ক

ছবিঃ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বাধিক উইকেট শিকারি ছিলেন মিচেল স্টার্ক। ফলে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে তাঁর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত ছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে এই পেসারকে বাইরে রেখেই এজবাস্টন টেস্টের একাদশ সাজায় অজিরা।


একাদশে ফেরা নিয়ে তাড়া নেই স্টার্কের। তিনি জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া যদি অ্যাশেজ জিতে হবে সাইড বেঞ্চে বসে থাকতেও সমস্যা নেই তাঁর। প্রতি ম্যাচেই যদি ভিন্ন ভিন্ন বোলিং আক্রমণ সাজায় অজিরা সেটাকেও সমর্থন করবেন বলে জানালেন স্টার্ক।


promotional_ad

এ প্রসঙ্গে স্টার্ক বলেছেন, ‘আমরা এখানে (ইংল্যান্ড) এসেছি অ্যাশেজ জিততে। আমরা তো আর শুধু শুধু আসিনি। এবারের অ্যাশেজ আমরা জিততে চাই। আর তাতে যদি প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন বোলিং আক্রমণ নিয়ে আসা হয় অথবা পাঁচ টেস্টেই একই একাদশ খেলানো হয়, তাতেও সমস্যা নেই। আমাদের মূল লক্ষ্য হলো অ্যাশেজ জয়।’


এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্স, পিটার সিডল ও জেমস প্যাটিনসনকে নিয়ে গড়া পেস আক্রমণ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৫১ রানের বড় ব্যবধানে জিতেছে অজিরা। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে।


এই ম্যাচে একাদশে ফিরতে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন এই পেসার। সেই সঙ্গে জশ হ্যাজেলউডও মাঠে ফিরতে লড়াই করছেন বলে জানালেন স্টার্ক। স্টার্কের ভাষ্যমতে, ‘জশ (হ্যাজেলউড) ও আমি কঠোর পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছি (একাদশে ফিরতে)। অবশ্য এটা পুরো দলের সবাই করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball