ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ওমর আকমল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। পারিশ্রমিক না পেয়ে খেলা বর্জন করতে চেয়েছিলেন যুবরাজ সিং এবং জর্জ বেইলির দলের ক্রিকেটাররা। এবার বিতর্কের নতুন মোড় ম্যাচ ফিক্সিং!
এই বিতর্কের জন্ম দেন পাকিস্তানের ক্রিকেটার ওমর আকমল। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে উইনিপেগ হক্সের হয়ে খেলছেন আকমল। তিনি দাবি করছেন, তাঁকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনসুর আখতারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওমর আকমল। উইনিপেগ হক্সের ম্যানেজমেন্টের সঙ্গে এক সময় কাজ করেছিলেন মনসুর। সেই সময়ই এই প্রস্তাব পান আকমল।
আশির দশকে পাকিস্তানের হয়ে খেলেছেন মনসুর। দেশের হয়ে ১৯টি টেস্ট এবং ৪১টি ওয়ানডে খেলেছেন তিনি। সাবেক এই ক্রিকেটার সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন কমিটির কাছে অভিযোগ করেছেন আকমল।
২৯ বছর বয়সী ওমর আকমলের এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি ৬১ বছর বয়সী মনসুর।