মেয়েদের লড়াকু পারফর্মেন্সের প্রশংসায় বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিগার সুলতানার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফর শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচেই হেরেছেন নিগাররা। হারলেও ব্যাটে-বলে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। এমন পারফর্মেন্সের প্রশংসাও পাচ্ছেন সানজিদা-শারমিনরা। তাদের পারফর্মেন্সে সন্তুষ্ট বাংলাদেশ নারী দলের অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।
জাতীয় দলের প্রতিষ্ঠিত পারফর্মাররা খেলেননি ইমার্জিং নারী দলে। তারপরও প্রতিটি ম্যাচে লড়াই করেছে মেয়েরা। ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছে তারা।
এরপর টি-টোয়েন্টি সিরিজ হারলেও প্রতি ম্যাচেই লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে সুপার ওভার পর্যন্ত লড়েছেন নিগাররা।
নাজমুল আবেদীন বলেন, ‘জাতীয় দলের যারা অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা সেখানে খেলেনি। আবার যারা খেলেছে, তাদের প্রত্যেকেরই কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। প্রাথমিকভাবে আমাদের প্রশ্ন ছিল আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।
ওয়ানডে বলি বা টি-টোয়েন্টি বলি আমাদের মেয়েরা কিন্তু লড়াই করেছে। কখনো কখনো আমরা জিতেছি, কখনো কখনো জিততে পারিনি। পুরো সিরিজ থেকে আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। আমার ধারণা যে মেয়েরা ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।’
