তিন দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন নারী ক্রিকেটাররা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের নারী দলের ক্রিকেটাররা। ২০২০ সালের মার্চের পর লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলতে দেখা যাবে জাহানারা-রুমানাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী দলের অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।
এরআগে অবশ্য সংক্ষিপ্ত ফরম্যাটেই সব নজর নারী ক্রিকেটারদের। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে আগামী ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবেন মেয়েরা। বাছাইপর্বের ফাইনাল খেলতে পারলে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দল।
এরপরই লঙ্গার ভার্সনের ক্রিকেটে দেখা যাবে মেয়েদের। নাজমুল আবেদীন বলেন, ‘এই প্রথম মেয়েরা তিন দিনের ম্যাচও খেলবে। আমরা যদি বিশ্বকাপ খেলি, তাহলে বিশ্বকাপের পর তিন দিনের ম্যাচ হবে। তিন দিনের নতুন একটি টুর্নামেন্ট হবে। যেভাবে বিসিএল হয় ছেলেদের, ঠিক একইভাবে মেয়েদের একটি আসর হবে।
সামনে যেহেতু আমাদের বিশ্বকাপ আছে, সামনের বছরের মার্চে। তাই তার আগে আমাদের চিন্তা থাকবে সেই ফরম্যাটের (টি-টোয়েন্টি) খেলাগুলো নিয়ে। এই অক্টোবর-নভেম্বরে যদি আমরা খেলাতে পারতাম, তাহলে সবুজ উইকেট পেতাম। তখন খেলতে পারলে ভালো লাগতো।’
