প্রধান কোচের পদে সাক্ষাৎকার দিলেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদের জন্য সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। প্রধান কোচের জন্য তিনজন কোচকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ডমিঙ্গো একজন। পছন্দের তালিকা থেকে একজনকে অবশ্যই বেছে নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত অফিস বেক্সিমকোতে প্রায় আড়াই ঘণ্টা সাক্ষাৎকার দিয়েছেন রাসেল ডমিঙ্গো। বিকেল তিনটায় বেক্সিমকোতে হাজির হন প্রোটিয়া এই কোচ। তাঁর সাক্ষাৎকার শেষ হয় সোয়া পাঁচটার দিকে।
সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যান ডমিঙ্গো। সাক্ষাৎকার শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেননি দক্ষিণ আফ্রিকান এই কোচ।
বুধবার সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকায় এসেছেন ডমিঙ্গো। বৃহস্পতিবার সকালে তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত প্রোটিয়াদের কোচ ছিলেন তিনি।২০১১ সাল থেকে গ্যারি কারস্টেনের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কিছুদিন আগেই কোচিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে না পারায় সমঝোতার মাধ্যমে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিবি।
