সদস্যপদ স্থগিত হলেও আন্তর্জাতিক মর্যাদা পাবে জিম্বাবুয়ের ম্যাচ
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সম্প্রতি জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে সিরিজটি নিয়ে কিছুটা বিপাকে পড়েছে বিসিবি। যদিও এই সিরিজে অংশ নেয়ায় জিম্বাবুয়ের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
তারপরও জিম্বাবুয়ে অংশ না নিলে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে অংশ যদি নেয়, তাহলে সিরিজের ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদাই পাবে, নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সদস্যপদ স্থগিত করায় আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। তবে দ্বিপাক্ষিক বা আইসিসির সংশ্লিষ্টতা নেই, এমন কোনো সিরিজে অংশ নিতে বাধা নেই জিম্বাবুয়ের। সুজনের মতে, বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজে অংশ নিতে সর্বাত্মক চেষ্টা করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
‘ম্যাচের মর্যাদা সম্পর্কে কোনো অসুবিধা নেই। যেটা হয়েছে আইসিসির টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ এবং তাদের আর্থিক কিছু বিষয়ের ওপর আইসিসির নিষেধাজ্ঞা রয়েছে। জিম্বাবুয়ে বোর্ড তাদের সরকারের সঙ্গে কথা বলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিজটি চালু রাখার।’
‘আমাদের সঙ্গে সর্বশেষ যে কথা হয়েছে তারা বলেছে যে সিরিজটি চালু আছে। আজকালের মধ্যে ওদের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারবো।’ যোগ করেন বিসিবির প্রধান নির্বাহী।
আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করার পরিকল্পনা বিসিবির।