আরও সমালোচনা প্রাপ্য অ্যান্ডারসনের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ অ্যাশেজের সিরিজের উদ্বোধনী দিনেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে। চার ওভার বোলিং করে ডান পায়ের মাংশ পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপর ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি, কিন্তু বোলিং করা হয়নি।
পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে ওঠে অ্যান্ডারসনের। ইংল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হয়েও নিজের ফিটনেস সম্পর্কে অবগত না থাকায় সমালোচনার মুখে পড়েন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ এই উইকেট শিকারি।

যদিও অ্যান্ডারসনকে করা এই সমালোচনা কম মনে করেছেন ইংলিশ সাবেক ওপেনার নিক কম্পটন। তাঁর মতে, আরও বেশি সমালোচনা প্রাপ্য অ্যান্ডারসনের।
কম্পটন বলেছেন, ‘আমার মনে হয় না কেউ কিছু বলেছে। এটা খুবই অবাক করার মতো। তার (অ্যান্ডারসন) আরও সমালোচনা প্রাপ্য। আমি মনে করি সে যেটা করেছে এটা খারাপ হয়েছে। এই বয়সে এসে সে খেলার জন্য মরিয়া ছিল।’
‘সে ভেবেছিল যদি প্রথম টেস্টে খেলা না হয় তাহলে সে ছিটকে পড়বে। সে দলের অভিজ্ঞ বোলার। তার নিজের সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। ম্যানেজমেন্ট তার ওপর সম্পূর্ণ সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। মাঝেমধ্যে কিছু পেতে হলে কিছু ত্যাগও করতে হয়।’ যোগ করেন কম্পটন।
আগামীকাল (৬ আগস্ট) অ্যান্ডারসনের স্ক্যান রিপোর্ট দেয়া হবে। এরপর তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে পরবর্তী দুই টেস্ট খেলার সম্ভাবনা নেই ইংলিশ এই পেসারের।
ইতোমধ্যে অ্যাশেজের প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডকে ২৫১ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে সফরকারীরা।