মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে বিসিবির পরিকল্পনা

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ী ম্যাচ আয়োজনের জন্য জিম্বাবুয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দিতে চায় বিসিবি।
বিশ্বকাপ শেষে অভিজ্ঞ এই পেসারের বিদায়ী ম্যাচ আয়োজনের জন্য পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমরা তার বিদায়ী ম্যাচ আয়োজন নিয়ে কাজ করছি। কিন্তু আমরা এর আগে জিম্বাবুয়ের অংশগ্রহণের জন্য অপেক্ষা করছি। যখনই তারা নিশ্চিত করবে, আমরা মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে কাজ শুরু করবো।’

কদিন আগেই জিম্বাবুয়ে দলের সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যা??নাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না তারা। এই অবস্থায় শঙ্কায় পড়ে গেছে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটিও।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের জন্য বাড়তি কিছু সময় চেয়েছে জিম্বাবুয়ে। তাই জিম্বাবুয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তাঁরা।
এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা বুধবার জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু সময় লাগবে তাদের।’
ত্রিদেশীয় সিরিজটি যেহেতু আইসিসির ভবিষ্যত সূচির (এফটিপি) অংশ নয়, তাই সিরিজটির ম্যাচ পরিবর্ধন এবং ফরম্যাট পরিবর্তনের সুযোগ আছে বলে জানিয়েছেন নিজামউদ্দিন। সেই পরিকল্পনাতেই এগোচ্ছে বিসিবি।
বিসিবির সিইওর ভাষ্য, ‘এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি আইসিসির এফটিপির অংশ নয়। তাই যদি আমরা চাই বাড়তি কিছু ম্যাচ আয়োজন করতে পারি এবং এই ম্যাচগুলো ওয়ানডে এবং টি-টোয়েন্টি হতে পারে।’