promotional_ad

হোয়াইটওয়াশের মিশনে কোহলিরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে ভারত। মঙ্গলবার প্রভিডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।


ইতোমধ্যেই দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারত। এই ম্যাচটি তাই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন ভারতীয়দের। প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।


সেই ম্যাচে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছিল ক্যারিবিয়ানরা। জবাবে ১৬ বল হাতে রেখেই জিতে যায় ভারতীয়রা।



promotional_ad

এরপর দ্বিতীয় ম্যাচে ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছে ভারত। আগে ব্যাট করে রোহিত শর্মার ৬৭ রানের সুবাদে ২০ ওভারে ১৬৭ রান করে কোহলিরা।


ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ১৫.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। কিন্তু চার উইকেটে ৯৮ রান করে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।


ভারত এখন পর্যন্ত চারবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এর মধ্যে চলতি সিরিজসহ দুটিতে জয় পেয়েছে কোহলিরা। বাকি দুটি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।


ভারত একাদশ (সম্ভাব্য): বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), মনিষ পান্ডে, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নবদ্বীপ সাইনি।



ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য): কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), এভিন লুইস, সুনীল নারিন, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, শিমরন হেটমিয়ার, খারি পিরে, কিমো পল, শেলডন কটরেল ও ওশানে থমাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball