বাউচারকে দ. আফ্রিকার কোচের দায়িত্বে চান পিটারসেন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি উইকেটরক্ষক মার্ক বাউচারকে দেশটির হেড কোচ হিসেবে দেখতে চান সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। টুইটারে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া পিটারসেন।
তিনি লিখেছেন, 'ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ওটিস গিবসনসহ দলের কোচদের বিদায় করেছে। একজন লোকই পারবেন তাদের ক্রিকেটকে সঠিক পথে আনতে। তিনি মার্ক বাউচার।'

দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ ওটিস গিবসনসহ কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। গেল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের বাজে পারফর্মেন্সের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই গিবসনদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় তারা। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে গিবসনের চুক্তি ছিল সেপ্টেম্বরে ভারত সফর পর্যন্ত।
সেই চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরীচ্যুত হতে হলো প্রোটিয়া কোচকে। রবিবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বলেছে, ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর মতো টিম ম্যানেজার নিয়োগ করবে তারা। যেখানে একজন টেকনিক্যাল ডিরেক্টর থাকবেন, যিনি পুরো কোচিং স্টাফদের নিয়ন্ত্রণ করবেন।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বোর্ডের নতুন এই পদের দায়িত্ব পাচ্ছেন দলটির সাবেক খেলোয়াড় কোরি ভ্যান জিল। বর্তমানে তিনি বোর্ডটির পাথওয়েসের দায়িত্বে আছেন। স্থায়ী ভাবে এই পদে কাউকে নিয়োগ দেয়ার আগ পর্যন্ত এই পদের বহাল থাকবেন তিনি।
কোরি ভ্যান জিলকে উদ্দেশ্য করে পিটারসেন লিখেছেন, 'বাউচারের শিরোপা আছে। তিনি বিশ্বজুড়ে প্রশংসিত। মানুষ হিসেবেও তিনি দারুণ। কোরি ভ্যান জিল, দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিন।'