ব্যাটিংয়ের সময় ঘোরের মধ্যে থাকেন স্মিথ!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এজবাস্টন টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে গিয়েছেন স্টিভ স্মিথ। তাঁর ১৪৪ ও ১৪২ রানের সুবাদেই জয় দিয়ে অ্যাশেজ শুরু করার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া।
নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন এক বছর। বিশ্বকাপ দিয়ে ক্রিকেটে ফিরলেও ১৬ মাস পর সাদা পোশাকে মাঠে নেমে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ব্যাটসম্যান। তাঁর এমন ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট বোদ্ধাদের।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করছেন, ব্যাটিংয়ের সময় ঘোরের মধ্যে থাকেন স্মিথ! ডানহাতি এই ব্যাটসম্যানের মতো অন্য কোনো ক্রিকেটারকে ব্যাটিং করতে দেখেননি ওয়াহ।
স্মিথের মধ্যে ক্ষমতা আছে প্রতিপক্ষের সকল ধরণের পরিকল্পনা ভেস্তে দেয়ার, দাবি ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। ওয়াহ বলেন, 'আমি ওর মতো কাউকে দেখেনি। সে যেভাবে প্রস্তুতি নেয়, সেটা অসাধারণ। সে আগে থেকেই সব ভেবে রাখে।
আমার দেখা যে কারও চেয়ে বেশিবার বলে ব্যাট চালায়। সে যখন ব্যাট করতে নামে তখন অনেকটা ঘোরের মধ্যে থাকে। সে জানে সে কী করবে। সে জানে প্রতিপক্ষ কী করবে, তাকে কীভাবে আউট করার চেষ্টা করবে। ওকে দেখে মনে হয়, সব উত্তর ওর জানা। সে অসাধারণ এক খেলোয়াড়।
আমার মনে হয় না এমন কাউকে আমি দেখেছি এবং রানের জন্য ওর যে ক্ষুধা এটা কারও নেই। ওর টেকনিক দুর্দান্ত, অনন্য। সে জানে কী করছে এবং কীভাবে রান করতে হয়। সে প্রত্যেকটা বল বিশ্লেষণ করে। সে অনেকটা কম্পিউটারের মতো, প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়।’
স্টিভ স্মিথের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে এজবাস্টন টেস্টে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। শেষ দিন জয়ের জন্য আরও ৩৮৫ রান করতে হবে ইংলিশদের, আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০ উইকেট।