বিপিএলে থাকছে কোন দল, সিদ্ধান্ত ৪৮ ঘণ্টায়

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে চুক্তি নবায়ন করে বিপিএলের আগামী আসরে খেলতে পারবে তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
রবিবার গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম।

তিনি বলেন, 'এ মাসের মধ্যে চুক্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এই মাসে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে কয়টা দল আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কথা বলার জন্য তাদের আমন্ত্রন জানাব। দুই পক্ষ যদি সন্তুষ্ট থাকে তাহলে তারা পুনরায় যোগ দেবে'
বিপিএলের শেষ আসরে খেলেছিল সাতটি ফ্র্যাঞ্চাইজি। এরমধ্যে ডিবিএল মালিকানাধীন চিটাগং ভাইকিংস ফ্র্যাঞ্চাইজি সামনের আসরে খেলবে না, এমনটা আগেই নিশ্চিত করেছে বিসিবি। বাকি ছয়টি ফ্র্যাঞ্চাইজিকেই নতুন করে চুক্তি করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে।
এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের সকল ধরণের চুক্তিও বাতিল ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
চুক্তি বাতিল হওয়ায় ফ্র্যাঞ্চাইজিদের আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে চুক্তি করতে হবে। এরপর নতুন করে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে।
তারপর আইকন ক্রিকেটার বেঁছে নিতে হবে এবং নতুন করে দল সাজাতে হবে। ফলে বিপিএলের সপ্তম আসরে কে কোন দলে খেলবেন সেটা এখনি জানা যাচ্ছে না।